কলকাতা টাইমস :
প্রতিটা দেশই তাদের জাতীয় দিবস ঘটে করে পালন করে। নানা আয়োজন থাকে এই দিনটিকে ঘিরে। ঠিক তেমনই অস্ট্রেলিয়াতেও নানান অনুষ্ঠান-প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর পালিত হয় জাতীয় দিবস। কিন্তু এখানে এই দিনটিতে এমন এক অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন হয় যা শুনলে হতবাক হয়ে যাবেন।২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ায় পালিত হয় জাতীয় দিবস। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস্’এর কোটিংগাল শহরে এক বিচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী ওই আয়োজনটিতে যারা অংশ নেন তাদের প্রমাণ করতে হয়েছে জুতা ছুঁড়তে তারা কতোটা দক্ষ!
এই নিয়ে গত ৫ বছর ধরে নিয়মিত জুতা ছুঁড়ে মারার প্রতিযোগিতা সেখানে অনুষ্ঠিত হয়ে আসছে।
দিনব্যাপী ওই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় স্থানীয় প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু।
প্রতিযোগিতা শেষে সবচেয়ে জোরে আর দূরে জুতা নিক্ষেপের জন্য জন ব্রাউন নামের এক স্থানীয়কে বিজয়ী ঘোষণা করা হয়। গত ৫ বছরের আয়োজনে তিনি দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেন।
আয়োজকেরা জানান, এই উৎসব যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে তাতে আগামী বছর আরও বড় আকারে জুতা নিক্ষেপের প্রতিযোগিতার আসর বসানোর চিন্তা তারা করছেন।