জাস্টিন বিবারের কনসার্টের পর আমেরিকায় এক তারকা খচিত পার্টিতে গুলি !
কলকাতা টাইমসঃ
জাস্টিন বিবারের কনসার্টের পর আমেরিকায় এক তারকা খচিত পার্টিতে গুলি। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁর বাইরে শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় চার জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, দ্য নাইস গাই নামক একটি রেস্তোরাঁর বাইরে এই ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, র্যাপার কোডাক ব্ল্যাক রেস্টুরেন্টের বাইরে একদল লোকের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। তখন লাল ফেরারিতে আসা কিছু যুবকের সঙ্গে কোডাকের বচসা বাধে। এরপরই গোলাগুলি শুরু হয়।
জানা যাচ্ছে, পার্টিতে অতিথিদের মধ্যে ছিলেন জেফ বেজোস, তার বান্ধবী টিভি উপস্থাপক লরেন সানচেজ, অভিনেতা অ্যান্থনি রামোস, হেইলি বল্ডউইন, কোহল কার্দাশিয়ান, টবি ম্যাগুয়ারসহ অনেকে। তবে এমন কিছু ঘটতে চলেছে তা ক্ষুণাক্ষরেও ভাবেননি জাস্টিন বিবার।