রাতে এক ডাকে সাড়া দেওয়া উচিত নয়, কেন? – KolkataTimes
May 12, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

রাতে এক ডাকে সাড়া দেওয়া উচিত নয়, কেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হুদিন ধরে এই সমাজে একটা রীতি প্রচলিত আছে যে রাতের বেলা কেউ যদি ডাকে তাহলে কখনই এক ডাকে সাড়া দিতে নেই। এই প্রচলিত রীতি সমাজ এখন ব্যপক দেখা যায়। তাই এখন প্রশ্ন জাগে কেন এক ডাকে সাড়া দেওয়া উচিত হবে না৷ এমনকি ঘরের লোকও যদি বাইরে থেকে ডাকে তাহলেও একবার ডাকলেই সেই ডাকে সাড়া দেওয়া উচিত হবে না। এই সংস্কারের পিছনে একটি যুক্তি রয়েছে৷ কারণ রাতে মানুষ ঘুমোবার সময় তার শরীর অচেতন অবস্থায় থাকে।

এই সময় কানে কোনও ডাক পৌঁছলেও তা সঠিক ভাবে বোঝা নাও যেতে পারে৷ অর্থাৎ সেক্ষেত্রে কে ডাকছে তা শুনতে ভুলও হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে একবার শুনেই  ধড়মড় করে উঠে দরজা খুলতে গেলে দুষ্ট লোকেরা সুযোগ নিতে পারে৷ ফলে জীবন অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে৷ কাজেই মনোবিজ্ঞানের দিক থেকেও এটা বাস্তবসম্তত।

Related Posts

Leave a Reply