কাঁধে বস্তা, ময়লা পোশাকে দামি স্মার্টফোন কিনে ভাইরাল !

কলকাতা টাইমসঃ
কাঁধে বস্তা, পরনে ছেঁড়া আর ময়লা পোশাক। সটান হাজির একটি ধা চকচকে স্মার্টফোনের দোকানে। একটি ভালো স্মার্টফোন প্রয়োজন তার। দোকানদার অপ্রস্তুত হয়ে কিছুটা ইতস্তত, ক্রেতা স্বাভাবিক ভাবেই একটি মোবাইল দেখতে চায়। সামনে থাকা চেয়ারে বসে কাঁধের বস্তা নামিয়ে রাখে পশে। দোকানদার একটি দামি স্মার্টফোন এগিয়ে দেয় তাকে। কোনোরকম দরাদরি না করেই বিল করতে বলেন ক্রেতা। দাম মিটিয়েও দেন একদম নগদে।
গত ২২ মে এমন কান্ডটাই ঘটেছে থাইল্যান্ডের একটি স্মার্টফোনের দোকানে। দোকানদার নিজেই সেই ছবি ফেসবুকে শেয়ার করে ঘটনাটি জানিয়েছেন। বিল করার সময় এক কোনে গিয়ে যখন টাকা গোনায় ব্যস্ত ছিলেন ওই ক্রেতা, তখনি নিরাপত্তারক্ষীর নজরে পড়েন ওই ব্যক্তি। রে রে করে ছুটে আসেন তারা। দোকানদারই তাদের নিরস্ত্র কোরান। ফোনটি নিয়ে যথারীতি বেড়িয়ে যায় ক্রেতা। বিক্রেতার আক্ষেপ তার পরিচয় জানা হয়নি। তাতে কি? সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।