শুভেন্দুর গড়ে প্রার্থী মমতা
কলকাতা টাইমসঃ
শেষপর্যন্ত নিজের বিধানসভা এলাকা হিসেবে অধিকারী গড়কেই বেছে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আজ সোমবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই এই কথা রাজ্যবাসীকে জানিয়ে দিলেন বর্তমান মুখমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় ভারতীয় সভাপতি সুব্রত বক্সীকে মমতা অনুরোধ করেন, তাকে যেনো এবার ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রামে প্রার্থী করা হয়।
মমতা মঞ্চ থেকেই বুঝিয়ে দেন নন্দীগ্রাম তার অত্যন্ত পয়মন্ত জায়গা। কারণ এই নন্দীগ্রাম আন্দোলনই ২০১১ সালে তাকে ক্ষমতার আসনে বসায়। রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন নির্বাচনে অধিকারী পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখতে চাইছে তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই নন্দীগ্রাম নিয়ে আসরে নেমেছে তৃণমূল এবং বিজেপি যুযুধান দুপক্ষ। তবে মমতার আজকের এই চমক রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনা শুভেন্দুর ওপর কত না চাপ তৈরী করে এখন সেটাই দেখার।