বাঁশে ঝোলানো অসুস্থ সন্তান: কাঁধে নিয়ে….. পার করেগা !
কলকাতা টাইমসঃ
সবমিলিয়ে ১৩০০ কিলোমিটার পাড়ি দিতে হবে তাদের। পাঞ্জাবের লুধিয়ানা থেকে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি যেতে হবে। একই পরিবারের ১৭ জন সদস্য। সকলেই পরিযায়ী শ্রমিক। পেটের টানে আস্তানা গেড়েছিলেন পাঞ্জাবে। লোকডাউনের ফলে সহায়-সম্বল সবই শেষ। দেশের বাড়িতে ফিরতে পারলে অন্তত প্রাণে বাঁচা যাবে। তাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তারা। পরিবারের গুরুতর অসুস্থ সন্তানকে বাঁশে ঝুঁলিয়েই শুরু হয় যাত্রা। ১৫ দিনে প্রায় ৮০০ কিলোমিটার এগোতে সক্ষম হয় অসহায় ওই পরিবারটি।
এতটা রাস্তায় হাটতে গিয়ে খুইয়েছেন পায়ে থাকা অর্ধেক ছেড়া জুতোগুলিও। খালি পায়েই লক্ষে অবিচল ছিলেন তারা। আর তো মাত্র ৫০০ কিলোমিটার। কিন্তু, উত্তর প্রদেশের কানপুরে পৌঁছনোর পর তাদের পথ আটকায় সেখানকার পুলিশ। অসহায় পরিযায়ীদের মুখে তাদের করুন অবস্থার কথা শুনে, বাড়ি ফেরার জন্য তাদের একটি ট্রাকের ব্যবস্থা করে দেয় সেখানকার পুলিশ। তাদের সকলকে জুতাও কিনে দেওয়া হয় বলে খবর।