করোনা আটকাতে ১২ ঘন্টায় ৭৭ টি নোটিশ ইস্যু করলো সিঙ্গাপুর প্রশাসন
কলকাতা টাইমসঃ
ইতিমধ্যেই ২৫ টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যার মধ্যে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সিঙ্গাপুরে। এই দেশের ৮৪ জন মানুষ মরণ ভাইরাসে আক্রান্ত। এরা প্রত্যেকেই চীন থেকে ফিরেছেন বলে জানা যাচ্ছে।
আক্রান্তের হার কমাতে দেশজুড়ে নোটিস ইস্যু করেছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথরিটি বা আইসিএ। গত দু’সপ্তাহের মধ্যে চীন সফর করেছেন এমন ব্যক্তিদের ঘরের ভেতর থেকে বেরহতে নিষেধ করা হয়েছে সেই নোটিসে। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে মাত্র ১২ ঘণ্টায় ৭৭ টি নোটিশইস্যু করেছে সিঙ্গাপুর প্রশাসন।