November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কলম্বোর সমুদ্র উপকূলে সিঙ্গাপুরের কার্গোতে ভয়াবহ আগুল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

লম্বোর সমুদ্র উপকূলে সিঙ্গাপুরের এক কার্গোতে ভয়াবহ আগুল। এই ঘটনার ফলে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয়ের মুখে পড়তে চলেছে শ্রীলংকা। জানা যাচ্ছে, প্রচুর পরিমানে রাসায়নিক এবং কসমেটিক সামগ্রী নিয়ে যাত্রা করছিলো এমভি এক্স প্রেস পার্ল নামের ওই কার্গো জাহাজটি। কলম্বো বন্দর থেকে সাড়ে প্রায় ৯ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত জাহাজটিতে হঠাৎই আগুন লেগে যায়।

সূত্রের খবর, জাহাজে ৩২৫ মেট্রিক টন জ্বালানি সহ ২৫ টনের মতন বিপজ্জনক নাইট্রিক এসিড ছিলো বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর থেকেই উপকূলবর্তী এলাকা জুড়ে প্রচুর পরিমানে মৃত সামুদ্রিক মাছ, কচ্ছপ, এবং পাখি দেখতে পাওয়া যাচ্ছে।

এই ঘটনার ফলে শ্রীলংকা ভয়াবহ সামুদ্রিক পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। যে কারণে সংকটের মুখে পড়তে পারে সেদেশের সামুদ্রিক পর্যটন কেন্দ্রগুগুলিও। বিশেষ করে নেগোম্বো লেগুনের ফিশিং ব্রিডিং পয়েন্ট এবং ম্যানগ্রোভ অরণ্যের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply