তারকার এই অঙ্গে আয়রন, অবাক করবে !
হংকং’এর গায়ক এবং অভিনেতা নিকোলাস টিসে’র একটি ভিডিও সেই পদ্ধতির কোথায় বলে । সবাই ভিডিওটি দেখে যতো না মোহিত হয়েছেন, তার চেয়েও অবাক হয়েছেন বেশি।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের আগে হংকং’র গায়ক কাপড় সমান করার আয়রন দিয়ে নিজের চুলের স্টাইল ঠিক করছেন। নিজে নিজেই উত্তপ্ত আয়রন দিয়ে ঘষছেন মাথার চুল।
সামাজিক যোগাযোগমাধ্যমে চুলের যত্নের এমন ভিডিও প্রকাশ পেতেই চোখ চড়কগাছ হংকংয়ের অগ্নিনির্বাপণ বিভাগের। কোনো বিখ্যাত ব্যক্তি যে চুলের যত্নে এমন পদ্ধতি নিজেই প্রয়োগ করতে পারেন তা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল বিভাগের কর্মীদের।
হংকং তারকার চুলের এমন যত্নের দৃশ্য দেখে অগ্নিনির্বাপণ সংস্থা পরে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে বলা হয়, এতদিন কাপড়ের ভাঁজ মেলাতে ব্যবহার হওয়া আয়রনকে যারা চুলের যত্নে কাজে লাগিয়েছেন, আজ থেকে সেই ব্যবহার নিষিদ্ধ করা হল।