চড়ে বসুন রোলার কোস্টারে সহজেই দূর হবে কিডনির পাথর!
কলকাতা টাইমস :
রোলার কোস্টার আরোহীদের জন্য সুখবর। এ ধরনের ফ্যান্টাসি রাইডিংয়ে চড়লে অপসারিত হতে পারে আপনার কিডনিতে জমে থাকা পাথর। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির কলেজ অব অস্টিওপ্যাথিক মেডিসিনের গবেষকরা দেখেছেন যে, রোমান্টিক ভ্রমণের সময় যারা হেসেছিল তারা তাদের পাথর ছিঁড়ে ফেলতে সক্ষম হয়েছিল।
আবিষ্কারটি জিতে নিয়েছে অ্যান্টি নোবেল হিসেবে খ্যাত আইজি নোবেল প্রাইজ। প্রফেসর ডেভিড ওয়ার্টিঙ্গারের গবেষণায় বলা হয়েছে, বিগ থান্ডার মাউন্টেন অ্যাট ডিসনি ওয়ার্ল্ড’র মতো রোলার কোস্টারে চড়লে কিডনির পাথর অপসারণের বিষয়টি বেশি কার্যকর হয়।
রাইডিংটি উঁচু নিচু সামনে পেছনে বামে ডানে গতিশীল থাকার কারণে এটি সম্পন্ন হয় বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।