গ্যালারিতে বসে এক মনে সোয়েটার বুনছেন অলিম্পিকে সোনা জয়ী এক ডাইভার !
কলকাতা টাইমসঃ
গত রবিবারের ঘটনা। মহিলাদের স্প্রিংবোর্ড ফাইনাল দর্শকের আসলে বসে এক মনে সোয়েটার বুনছেন অলিম্পিকে এই প্রথম স্বর্ণপদক জেতা এক ক্রীড়াবিদ। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। ব্রিটেনের এই ডাইভারের নাম টম ডালি। টম এক ভিডিও বার্তায় জানান, প্রিয় কুকুরের জন্য সোয়েটার বুনছিলেন তিনি। কাজটা বেশ উপভোগও করেন বলে জানান ২৭ বছর বয়সী এই অ্যাথলেট।
করোনাকালে লকডাউনে সোয়েটার বোনা শিখে ফেলেন টম। তৈরী করে ফেলেন কুকুরের জন্য সোয়েটার, বিড়ালের জন্য সোফার কাভার। এমনকি অলিম্পিকে জেতা স্বর্ণপদক রাখার জন্য একটি ব্যাগও বানিয়েছেন, যার দুই পাশে ছিল ব্রিটেন এবং জাপানের পতাকা।