January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

অল্প বয়সে ‘গচ্চায়’ যাওয়া ছয় তারকা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নিজেদের প্রতিভা এবং প্রতিভা বিকাশের অদম্য চেষ্টা ছিল তাদের৷ তাই অল্প বয়সেই তাঁরা অকালপক্ক তারকা খ্যাতি তকমা গায়ে জড়িয়েছে। নিজ গুণে তারকা খ্যাতি জুটেছে, সঙ্গে খ্যাতির বিড়ম্বনাও৷ বিশ্বজুড়ে অগুনতি ভক্ত তাঁদের, সমালোচকও অনেক৷ সমালোচকদের মতে, এই তারকাদের অনেক কিছুই অনুকরণীয় নয়৷ আসুন এবার জেনে নিন এমন পাঁচজন তারকার নাম।  যারা অল্প বয়সেই পেকে তারকা খ্যাতি জড়িয়েছেন।

জাস্টিন বিবার: তাকে নতুন করে পরিচয় করাতে যাওয়াটা বোকামি৷ সবাই জানে, ২০০৭ সালে ইউটিউব ভিডিও-র মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার সময় সংগীত শিল্পী বিবারের বয়স ছিল ১৩ বছর৷ দু’বছর পরই তারকা৷ কানাডার নাগরিক জাস্টিন ড্রিউ বিবার এখন তারকাদেরও তারকা৷ তবে তরুণীদের হার্টথ্রব হলেও প্রতিবেশীদের কাছে বিবার বেশ অপ্রিয়৷ প্রতিবেশীদের অপছন্দ হলেও জনপ্রিয়তার কমতি নেই তার।

মাইলি সাইরাস: যুক্তরাষ্ট্রের পপ তারকা ও অভিনেত্রী মাইলি সাইরাসও ছোটবেলা থেকেই তারকাজগতের বাসিন্দা৷ ডিজনি চ্যানেলের ‘হানা মনটানা’ সিরিজে সুযোগ পেয়ে যান মাত্র ১৪ বছর বয়সে৷ বাবা বিলি রে কান্ট্রি সিঙ্গার৷ তাঁর প্রেরণায় মেয়েও গান শিখেছেন৷ সেই সুবাদে মাইলি এখন পপ সুপারস্টার৷

ব্রিটনি স্পিয়ার্স: ১৯৯৯ সালে ‘বেবি ওয়ান মোর টাইম’ এবং ২০০০ সালে ‘উপস…আই ডিড ইট এগেইন’ অ্যালবাম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পেলেও ব্রিটনি স্পিয়ার্স কিন্তু তার অনেক আগে থেকেই সুপরিচিত৷ একচ্ছত্র সুখ্যাতি তিনিও ধরে রাখতে পারেননি৷ নেশা জাতিও পানি অভ্যাস ছাড়তে তাঁকেও সংশোধন কেন্দ্রে যেতে হয়েছে৷ এখন বেশ ভালো আছেন ব্রিটনি স্পিয়ার্স৷

মাইকেল জ্যাকসন: পপ সম্রাট মাইকেল জ্যাকসনেরও খ্যাতি অনেক।  মাত্র ১১ বছরেই টপ চার্টে নাম লেখানো জ্যাকসন মাত্র ৫০ বছর বয়সে মারা যান৷ মৃত্যুর আগে একটা সান্ত্বনা তিনি পেয়েছেন৷ শিশুদের বিরুদ্ধে অনৈতিক অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল৷ তবে তদন্তে সেই অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি৷

ড্রিউ ব্যারিমোর: যুক্তরাষ্ট্রের অভিনয় জগতের বিখ্যাত ব্যারিমোর পরিবারে তাঁর জন্ম৷ ড্রিউ ব্যারিমোরকে তাই মাত্র ১১ মাস বয়সে বিজ্ঞাপন চিত্রে দেখা গিয়েছিল শুনলেও কারও মনে বিস্ময় জাগে না৷ ড্রিউ শিশুকালে নেশা জগতে ছিলেন।  তা জেনে অনেক ভক্তই হতাশ৷ ড্রিউ ব্যারিমোর অবশ্য সেই তারকা, যিনি কম বয়সে এই জগত ছেড়ে তারকা খ্যাতির শিখরে উঠেছেন৷

লিন্ডসে লোহান: মার্কিনদের আরেক অভিনেত্রী-গায়িকা লিন্ডসে লোহান৷ ‘প্যারেন্ট ট্র্যাপ’ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করে তারকা হয়ে ওঠার সময় বয়স ছিল মাত্র ১১ বছর৷ কিন্তু একসময় অভিনয় বা সংগীতের চেয়ে নেশা জগতে প্রবেশ করে৷ পরে অবশ্যই নিজেকে শোধরাতে সংশোধন কেন্দ্রেও গিয়েছেন বেশ কয়েকবার৷ কিন্তু এখনও হারানো উচ্চতায় ফিরতে পারেননি৷

Related Posts

Leave a Reply