ছক্কার টি-টুয়েন্টি: এক ম্যাচে ৩৭ ছক্কা!
কলকাতা টাইমসঃ
ক্রিস গেইল আর ‘ছক্কা’ যেনো সমার্থক। টেস্ট ম্যাচ খেলতে নেমেও অবলীলায় প্রথম বলে ছয় মারতে পারেন এই ‘ইউনিভার্স বস’। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা থালাওয়াসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিরুদ্ধে আবারও ঝড় তুললেন তার ব্যাটে। ৬২ বল খেলে ১০টি ছয়-সহ করলেন ১১৬ রান। টি- টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ২২ নম্বর সেঞ্চুরি করে ফেললেন তিনি।
মূলত গেইল এবং চ্যাদরিক ওয়ালটনের (৩৬ বলে ৭৩) ব্যাটে ভর করেই জামাইকা থালাওয়াস ২০ ওভারের শেষে ২১টি ছয়-সহ ২৪১ রানের বিশাল স্কোর খাড়া করে। রান তাড়া করতে নেমে প্যাট্রিওটস দলের দুই ওপেনার এভিন লুইস (১৮ বলে ৫৩) ডেভন থমাস (৪০ বলে ৭১) শুরুটা ভালোই করেন। বল হাতে ওশেন থমাসের চার উইকেটও থালাওয়াসের হার রুখতে ব্যর্থ হয়। সাত বল বাকি থাকতেই ১৬টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪২ রানের লক্ষ্যে পৌঁছে যায় পাট্রিওটসরা। ম্যাচের সেরা নির্বাচিত হন এভিন লুইস।