রাশিয়ার ৬০ শতাংশ মিসাইল কোনো কাজই করেনি ইউক্রেনে
কলকাতা টাইমসঃ
ইউক্রেনকে লক্ষ্য করে ছোঁড়া রাশিয়ার ৬০ শতাংশ মিসাইল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। এই ঘটনার পিছনে দুটি কারণের কথা উল্যেখ করেছেন তারা। এক, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় তার কার্যক্ষমতা হারিয়েছিলো ক্ষেপণাস্ত্রগুলো। অন্য কারণটি হলো, রুশ সেনার অদক্ষতাকেই চিহ্নিত করেছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, আজ শুক্রবার ৩০তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহর নিজেদের দখলে নিতে পারলেও ইউক্রেনের রাজধানী কিভ তাদের ধরাছোয়ার বাইরে রয়েছে। আমেরিকার মতে, এখনো পর্যন্ত ইউক্রেনে প্রায় ১,১০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এমনকি হাইপারসোনিক মিসাইল নিক্ষেপেরও দাবি করেছে রুশ বাহিনী।