শুয়ে থাকার চাকরি, বেতন শুনলে ভিমরি খাবেন
এবার আসি মূল ঘটনায়। টানা দুমাস শুয়ে থাকার জন্য বিজ্ঞাপন দিয়ে প্রার্থীর খোঁজ করছে ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র। শুয়ে থাকার জন্য মোট ২৪ জনকে বাছাই করা হবে বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি। আসলে তারা কী করতে চাইছে? তারা চাইছে- ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে মানুষের ‘ওয়েটলেসনেস’-এর প্রভাব সম্পর্কে একটি পরীক্ষা করতে। আর এ জন্যই এত ঘটা করে শুয়ে থাকার মানুষ খোঁজার আয়োজন করেছে ফরাসী এই মহাকাশ গবেষণা কেন্দ্রটির কর্তৃপক্ষ। তবে এ গবেষণার অংশ হতে গেলে কিছু ঝুঁকির সম্মুখীন হতে হবে, যেমন- টানা দুমাস শুয়ে থাকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মাসেল লস, হাড়ের ঘনত্ব কমে যাওয়া কিংবা উঠে দাঁড়াতে সমস্যা হওয়ার মতো অসুখের সম্মুখীন হওয়ার সম্ভবনা রয়েছে। তাই অংশ গ্রহণ করতে হলে এসব কথা মাথায় রেখে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হবে।