এই ‘সামান্য’ কথাও স্ত্রীকে ছাড়ার জন্য যথেষ্ট
পঁয়ত্রিশ বছর বয়সী ওই স্বামীর ওজন ছিলো ১০০ কেজি। আদালতে তিনি বলেছেন, অতিরিক্ত মোটা হওয়ার কারণে তার স্ত্রী তাকে প্রায়শই ‘মোটকা হাতি’ বলে ডেকে তাকে খোটা দিতেন।
বিচারক বলেন হাতি বা মোটকা হাতি বলে ডাকা, যদিও তিনি মোটা হয়ে থাকেন, এটা আত্ম মর্যাদা ও আত্মসম্মানের ওপর আঘাত হানারই সমান।
অবশ্যই এসব ডাকের ব্যাপারে বাদী স্বামী খুব স্পর্শকাতর ছিলেন। এবং বিবাদী স্ত্রী কৌতুক করে তার স্বামীকে এভাবে ডাকেন নি। ডাকেন নি ভালোবাসা কিংবা কোনো ধরনের আদরের বহিঃপ্রকাশ হিসেবেও।
আর স্ত্রীর বক্তব্য ছিলো স্বামীর এসব অভিযোগ ভ্রান্ত এবং সুনির্দিষ্ট নয়। তবে আদালত তার যুক্তি নাকচ করে দিয়েছে।