তাক লাগবে স্মার্ট ছাতা ! নাম ‘উমব্রেলা’
কলকাতা টাইমসঃ
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলছে না। এবার মুশকিল আসান হয়ে আসছে ‘স্মার্ট ছাতা’। সঙ্গে থাকলেই কেল্লা ফতে। নাম ‘উমব্রেলা’। প্যারিসের একটি কোম্পানি এটি তৈরি করেছে এই ছাতা।
জানা যাচ্ছে, ছাতাটির হাতলে একটি চিপ রয়েছে, যা স্মার্টফোনের অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। যার মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে বৃষ্টি হবে কিনা তা ছাতাটি জানিয়ে দিতে পারবে। আবার ছাতা হারিয়ে গেলে স্মার্টফোনেই জানান দেবে সে।