২ হাজার বছরের পুরোনো সমাধির মধ্যে পাওয়া গেলো স্মার্টফোন !
কলকাতা টাইমসঃ
অবিকল স্মার্টফোনের মতন দেখতে একটা বস্তু। কিন্তু বস্তুটির বয়স যে ২ হাজারেরও বেশি। তাহলে কি তখনও অস্তিত্ব ছিলো স্মার্টফোনের। ছবিটা দেখার পর, মনে এই প্রশ্ন জগতে বাধ্য। রাশিয়ার আলা-তে একটি জলাধারের নীচে সন্ধান পাওয়া এক প্রাচীন সমাধির মধ্যে পাওয়া যায় এই বিস্ময়কর বস্তুটি।
রাশিয়ার সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছে একটি জলাধার থেকে জল সরিয়ে নিতেই সন্ধান মেলে এই প্রাচীন সমাধির। বিশেষজ্ঞদের দাবি, সমাধিটি ২,১৩৭ বছরের পুরোনো। সেই সময়কার জিঅংনু আমলের এক সম্ভ্রান্ত হুন তরুণীর। মনে করা হচ্ছে, স্মার্টফোনের মতো দেখতে বস্তুটি আসলে তার বেল্টের বকলেস হতে পারে। যার মধ্যে লাল-সাদা পাথরের বিন্দু সার দিয়ে বসানো রয়েছে।