কাটা আঙ্গুলেই কাজ করছে স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
কলকাতা টাইমসঃ
কাটা আঙ্গুল দিয়েই কাজ করছে স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এমনই অবাক ঘটনা দেখলো নেট দুনিয়া। জানা যাচ্ছে, মাস তিনেক আগে কারখানার মেশিনে একটি আঙ্গুল কাটা যায় বেলারুশের বাসিন্দা ইউরি ভিনোগ্রাদভ নামে এক ব্যক্তির। আঙুলটি তিনি রেখে দেন ফ্রিজে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, ফ্রিজে রাখা আঙুল দিয়ে স্মার্টফোনের লক খোলার চেষ্টা করে প্রথমে ব্যর্থ হন।এরপর, সেই আঙুল ১০ মিনিট জলে চুবিয়ে মুছে নিতেই খুলে গেলো লক। এই ভিডিও দেখার পর শুরু হয়েছে বিতর্ক। কারণ, স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট রিডারের ইলেকট্রিক্যাল সার্কিটের দরকার হয় লক খোলার জন্য। মানুষের হাত সেই সার্কিটের কাজ করে। কিন্তু কাটা আঙুল দিয়ে সেই শর্ত পূরণ হয় না।