January 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

একই দলে একই সঙ্গে খেলতে দেখা যাবে স্মিথ-ওয়ার্নার এবং বিরাটকে ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

বল টেম্পারিং কেলেঙ্কারিতে তীব্র সামালোচনার পর ক্রিকেট মাঠে ফিরতে পারেন স্মিথ-ওয়ার্নার। পাশাপাশি সতীর্থ হিসেবে পেতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও।

এই ব্যাপারে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যেতে পারে স্মিথ-ওয়ার্নারকে। পাশাপাশি আইপিএল শেষ হলে ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে সারের হয়ে কাউন্টি খেলার কথা রয়েছে বিরাট কোহলিরও। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারকে কোহলির সঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে। তবে তিন ক্রিকেটারের মধ্যে এখনও কারো সঙ্গেই ইংল্যান্ডের ক্লাব সারের চূড়ান্ত কোনো কথা হয়নি।

এ ব্যাপারে সারের কোচ মাইকেল ডি ভেনুতো জানিয়েছেন, ‘চর্চায় থাকতে গেলে স্মিথ-ওয়ার্নারের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা উচিৎ। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডে শাস্তি কমিয়ে দুই ক্রিকেটারকে অন্য দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে দেয় কিনা সেটাও দেখার বিষয়।’ অন্যদিকে জুনে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের অন্যতম আকর্ষণ হতে পারেন বিরাট কোহলি। তাকে দলে নেওয়ার বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে সারে। কোহলির সঙ্গে দ্রুত চুক্তিও সেরে ফেলতে চায় ব্রিটিশ ক্লাব। কোহলি নিজেও জুলাইয়ের ইংল্যান্ড সফরের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সারেতে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

উল্লেখ্য, বল বিকৃতি কাণ্ডে দোষী প্রমাণিত হওয়ায় স্মিথ-ওয়ার্নারকে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে পাঠিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এছাড়া ব্যানক্রফটকে পাঠানো হয়েছেন ৯ মাসের নির্বাসনে।

 

Related Posts

Leave a Reply