বলে কি! সাপ আর বানরের দৌলতে গায়েব কোটি কোটি
কলকাতা টাইমস :
নজিরবিহীন! দুর্নীতি তো সব দেশেই কম বেশি হয়েই চলেছে। সাধারণত দুর্নীতি করা ব্যক্তি ধরা পড়লে প্রথম থেকেই অস্বীকার করে। কিন্তু তা বলে এমন আজব সাফাইয়ের কথা সংসারে কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ আছে। নাইজেরিয়ায় দুর্নীতি ঢাকতে জীব-জন্তুদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে নন্দ ঘোষ নয়। দুর্নীতির মূল কারিগর নাকি সাপ আর হনুমান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠেছে দেশটি।
গত ফেব্রুয়ারি মাসেই এক সরকারি কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। কারণ সেই মহিলা কর্মী দাবি করেছিলেন, একটি সাপ ৩৬ মিলিয়ন নায়রা (১ লাখ মার্কিন ডলার) গিলে ফেলেছে! ওই মহিলা নাইজেরিয়ার শিক্ষা দপ্তরে কাজ করতেন যারা পরীক্ষার ফি সংগ্রহ করে। নির্ধারিত শুনানির পর তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।