তুষার চিতার করোনা!
কলকাতা টাইমসঃ
তুষার চিতার করোনা! বিশ্বজুড়ে চলা অতিমারীর সময় এই প্রথম কোনো পশুর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলো। সম্প্রতি মার্কিন মুলুকে ঘটেছে এই ঘটনা। সেদেশের ‘কেন্টাকির চিড়িয়াখানা’ এবং লুইসভিলের চিড়িয়াখানায় মোট তিনটি তুষার চিতা করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আক্রান্ত পশুদের মধ্যে একটি মহিলা চিতা।
জানা যাচ্ছে, কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল ওই তিনটি তুষার চিতা। সন্দেহ হওয়ায় তাদের লালা রসের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এরপরই তাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, করোনা আক্রান্ত কোনো কর্মীর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে এই পশুদের মধ্যে। পশুর শরীরেও করোনার হদিশ পাওয়ার ঘটনা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের। লুইসভিল চিড়িয়াখানা কতৃপক্ষ জানাচ্ছে, চিতা তিনটিকে আলাদা রেখে চিকিৎসা করা হচ্ছে।