সাবান বা নেল পলিশে মোটা হচ্ছেন জানেন কি, জানাচ্ছে গবেষণা
কলকাতা টাইমস :
নিত্যদিনের ব্যবহৃত কিছু পণ্য যেমন প্লাস্টিক, সাবান বা নেল পলিশের ব্যবহার আমাদের মোটা হওয়ার অন্যতম কারণ বলে উঠে এল গবেষণায়। এতে থাকা রায়াসনিক শরীরে জমে থাকা চর্বির উপরে প্রভাব ফেলে। যা শরীরকে আরও ফুলিয়ে দেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনই তথ্য সামনে এনেছেন। এইসব নিত্য ব্যবহৃত পণ্যে ‘ফ্যালেট’ নামে এক ধরনের রায়াসনিক যৌগ থাকে। যা শরীরে প্রবেশ করে মোটা করার পাশাপাশি নানা ধরনের রোগের প্রবণতা বৃদ্ধি করে।
এর আগে মানুষের শরীরে এই রায়াসনিক যৌগের উপস্থিতি পাওয়া গিয়েছে। গবেষকেরা দেখতে চেয়েছিলেন, বেনজিল বুলিট ফ্যালেট নামের নির্দিষ্ট রায়াসনিকের প্রভাবেই শরীরের কোশে চর্বি জমার পরিমাণ বাড়ে কিনা। সেজন্য ইঁদুরের উপরে এই পরীক্ষা হয়েছে। এর পাশাপাশি বিজ্ঞানীদের বক্তব্য, পরিবেশগত নানা সমস্যাও মানুষকে স্থূলতার দিকে অনেকটাই এগিয়ে দেয় বলে জানিয়েছেন গবেষেকরা। কিছু কিছু ক্ষতিকর রাসায়নিক শরীরে প্রবেশ করে স্থূলতার পাশাপাশি বহু বড় বড় রোগ ডেকে আনে।