সোলাইমানি হত্যা: আন্তর্জাতিক আইন লংঘনের দায়ে আমেরিকা
কলকাতা টাইমসঃ
ইরানি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তদন্ত রিপোর্টে এমনটাই জানাতে চলেছেন অ্যাগনেস ক্যালামার্ড। জাতিসংঘের মানবাধিকার পরিষদে আগামী বৃহস্পতিবার ক্যালামার্ডের রিপোর্টটি পেশ করা হবে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স।
ক্যালামার্ডের রিপোর্টের অংশকে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, আমেরিকা সোলাইমানিকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এমনকি ওয়াশিংটন তার বিরুদ্ধে কোনো রকম মার্কিন স্বার্থে আঘাত হানার মতন তথ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে।যা আমেরিকা দাবি করেছিলো। জাতিসংঘের বক্তব্য, আত্মরক্ষার অজুহাতে তৃতীয় কোনো দেশে আরেকটি দেশের সেনা কমান্ডারের ওপর এই প্রথম এ ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে।