বিশ্বজুড়ে তৈরী হওয়া কিছু বিচিত্র আইন
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে এমন কিছু আইন বা নিয়ম কানুন রয়েছে যা সত্যিই বিচিত্র। এমনই কিছু অদ্ভুত আইন আজকের আলোচ্য বিষয়।
* হংকংয়ে যদি কারো স্ত্রী পরকীয়া করে তবে স্বামী তাকে খুন করতে পারে। শর্ত একটাই খুন করতে হবে খালি হাতে।
* আমেরিকার কলোরাডতে বৃষ্টির জল সংগ্রহ করাকে চুরি হিসেবে দেখা হয়।
* আমেরিকার আরিজোয়ানাতে শিশুদের পেয়াজ খেয়ে স্কুলে যাওয়া মানা। ম্যাসাটুচেসের গির্জায় চীনাবাদাম খাওয়া বারণ।
* ক্যালিফোর্নিয়ার সুসানভিলে শব্দ করে সুপ খাওয়া অপরাধ।
* মায়ামীতে ছেলেদের স্ট্র্যাপলেস গাউন পরে জনসমক্ষে যাওয়া আইনত অপরাধ।
* আমেরিকার কলাম্বিয়ায় মেয়ের বাসর রাতে তার মার উপস্থিতি বাধ্যতামূলক।
* লেবাননে গৃহপালিত পশুর সাথে সহবাস বৈধ !
* এথেন্সের পুলিশ কোনও গাড়ির চালকের লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে যদি ঐ চালক নোংরা পোশাকে থাকে।
* মস্কোতে আবহাওয়াবিদরা ভুল তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
* সিঙ্গাপুরে চুইং গাম নিষিদ্ধ।
* ভারতে রবিবারে গাড়ি বিক্রি করা যায়না।
* জাপানে কোন মেয়েকে পুরুষ বন্ধু ডেটিংয়ে যেতে বললে মেয়েটি আইনত না করতে পারবে না।
* জাপানে শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় মেয়েদের ব্রা না পড়া আইনত দন্ডনীয়।
* ক্লীভলেন, ওহিওতে ইদুর ধরতে লাইসেন্সের দরকার হয়।
* লিটল রক, আর্কানসেন্স এ সন্ধে ৬ টার পর গৃহপালিত কুকুরের ঘেউ ঘেউ নিষিদ্ধ।
* কলোরাডোতে ঘুমন্ত মহিলাকে চুমু খাওয়া বেআইনি।
* ওহিওতে কোনো পুরুষের ছবির সামনে দাঁড়িয়ে মহিলারা পোশাকখুলতে পারে না।
* আর্কানসাসে মাসে একবার বউকে পেটানোযায় !
* সামোয়াতে নিজের বউয়ের জন্মদিন ভূলে যাওয়া বেআইনি।