আইপিএল নিলামের দ্বিতীয় দিনের কিছু চমক
কলকাতা টাইমসঃ
দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করামকে দিয়ে আজ শুরু হয় দ্বিতীয় দিনের আইপিএল নিলাম। দক্ষিণ আফ্রিকার তারকাকে নিয়ে দড়ি টানাটানি হয় পাঞ্জাব এবং হায়দরাবাদের। শেষ পর্যন্ত মার্করামকে ২.৬ কোটি টাকায় কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ১ কোটি টাকায় আজিংক রাহানেকে দলে নিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে পারেন তিনি। নিলামে এরপরই আসে চমক। এদিনও অবিক্রিত থেকে গেলেন ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডানরা ডেভিড মালানরা। দল পেলেন না অস্ট্রেলিয়ার লাবুশানে, অ্যারন ফিঞ্চ, সৌরভ তিওয়ারি, চেতেশ্বর পূজারা ও নিউজিল্যান্ডের জিমি নিশাম।
১ কোটি ৪০ লাখ টাকায় অলরাউন্ডার বিজয় শংকরকেও কিনে নেয় গুজরাট। জয়ন্ত যাদবকে ১ কোটি ৭০ লাখ টাকায় কিনল গুজরাট। দ্বিতীয় দিনের নিলামে বড় চমক শুরু হয় ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে নিয়ে। তার জন্য ঝাঁপিয়েছিল কেকেআরও। কিন্তু শেষপর্যন্ত সাড়ে ১১ কোটি টাকায় তাকে কিনে নেয় পাঞ্জাব কিংস। এরপর ফের চমক দিল পাঞ্জাব। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওডে স্মিথকে ৬ কোটি টাকায় কিনে নিল প্রীতির দল। এরপর প্রটিয়া অলরাউন্ডার মার্কো জ্যানসনকে ৪ কোটি ২০ লাখে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।