কোন কোন দল লিওনেল মেসির পারিশ্রমিক দিতে সক্ষম
কলকাতা টাইমসঃ
বিশ্বের হাতে গোনা দু’একটি ক্লাব ছাড়া আর কেউই লিওনেল মেসির পারিশ্রমিক দিতে অক্ষম। বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ছাড়া একমাত্র ইংল্যান্ডের প্রথম সারির ক্লাব ম্যানচেস্টার সিটিই তার পারিশ্রমিকের কাছাকাছি আসতে পারে বা দেওয়ার চেষ্টা করতে পারে। তেমনটাই মনে করেন কলম্বিয়ান তারকা হামেস দাবিদ রদ্রিগেজ।
প্রসঙ্গত, আজই আনুষ্ঠানিক ভাবে লিওনেল মেসির সঙ্গে বিচ্ছেদ ঘটে গিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ক্লাব হিসেবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর বা পিএসজির নাম শোনা যাচ্ছে। এক টুইট বার্তায় রদ্রিগেজ বলেন, ‘মেসি যদি পিএসজিতে যায়, তাহলে তারা সেখানে একাই খেলবে। তাদের সব শিরোপা দিয়ে দিন। ইংল্যান্ডে মনে হয় না কেউ মেসির পারিশ্রমিক দিতে পারবে। কেউ যদি পারে, সেটা ম্যানচেস্টার সিটি।’