শেষপর্যন্ত জানলায় বসেই মায়ের ‘ পরিণতি’ দেখলো ছেলে

কলকাতা টাইমস :
বহু মানুষের কাছের মানুষদের কেড়ে নিচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। অসহায়ভাবে চোখের সামনে স্বজনদের মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। তবুও তাকিয়ে দেখা ছাড়া যেন আর কোনো উপায় নেই কারো।
এদিকে, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। একটি বহুতল হাসপাতালের কয়েকতলা ওপরে কাচের দেওয়ালের পাশে ভিতরের দিকে তাকিয়ে বসে আছেন এক ব্যক্তি। বয়স বেশি নয়। কিন্তু কেন এভাবে হাসপাতালের জানালার পাশে বসে আছেন তিনি?
ওই ব্যক্তির নাম জিহাদ আল সুয়াইতি। তার মায়ের আগে থেকেই ছিল লিউকোমিয়া। বেশ অসুস্থ থাকায় তাকে ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে। জিহাদ আল সুয়াইতি বলেন, আমার খুব অসহায় লাগতো। তাই হাসপাতালের জানালার ধারে বসে থাকতাম মাকে দেখতে।
প্রতিদিনই হেব্রন স্টেট হাসপাতালে বসে থাকতে দেখা গেছে তাকে। কিন্তু ছেলেকে একা করে দিয়ে শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার মা রেশনি সুয়াইতি। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।