দেহ ব্যবসায়ীরাও শ্রমিক, মে দিবসে বন্ধ সোনাগাছি
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আর পাঁচটা অফিসের মতো মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি। পয়লা মে-র আগেই শ্রমিকের মর্যাদা চেয়ে পথে নামছে সোনাগাছির দেহ ব্যবসায়ীরা। তাঁদের দাবি, দেহ বেচে যাঁরা খায় তাঁরাও শ্রমিক।
শুক্রবার দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল বিকেল চারটে থেকে একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছে। শহরের দেহ ব্যবসায়ীরা সেখানে হাজির থাকবেন। সোনাগাছির (Sonagachi) জমায়েত থেকেই নিজেদের দাবি জানাবেন যৌনকর্মীরা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক বিশাখা লস্কর জানিয়েছেন, আর পাঁচটা ক্ষেত্রের শ্রমিকদের মতো দেহ ব্যবসায়ীরাও শ্রমিক। কিন্তু তাঁরা শ্রমিকদের মর্যাদা পান না।
বিশাখাদেবীর বক্তব্য, “রাজ্য সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে সব দেহ ব্যবসায়ীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে।” এই মুহূর্তে শহরের যৌনকর্মীরা যে সমস্ত শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তাদের কোনও সরকারী স্বীকৃতি নেই। নেই রেজিস্ট্রেশন নম্বর।