January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কন্নড়দের মন জয়ে অসুস্থতা শরীরেই আসরে সোনিয়া

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বুধবার কর্ণাটকের নির্বাচন। তার আগে জনগণের বিশেষ আশীর্বাদ পেতে উঠেপড়ে নেমেছে রাজনীতিক।  কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার ঘিরে কংগ্রেস-বিজেপি আক্রমণ পর্ব জারি ছিল। এবার প্রথমবার আসরে নামলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি । পালটা পরপর দু’দিন রোড শো-তে প্রধানমন্ত্রী মোদিও।

২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে এই প্রথম ভোটের প্রচার করলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। শনিবার কর্ণাটকে লিঙ্গায়েত অধ্যুষিত হুব্বলিতে জনসভা করেন সোনিয়া । সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ওই সভা থেকে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে বিঁধে কংগ্রেস সংসদীয় দলের নেত্রী বলেন, ‘৪০ শতাংশ কমিশনের সরকার চলছে। কর্ণাটককে এই দুর্নীতির সরকার থেকে মুক্ত করতে হবে।’ বিজেপির অভিশাপ থেকে মুক্ত করলে তবেই কর্ণাটকের নিজস্বতা বজায় থাকবে। সোনিয়া অভিযোগ করেন, “এখন বিজেপি প্রকাশ্যে হুমকি দিচ্ছে। বলছে, বিজেপি না জিতলে কর্নাটক মোদির আশীর্বাদ পাবে না। কর্নাটকের মানুষ কারও আশীর্বাদের ভরসায় থাকে না। নিজের পরিশ্রমের ভরসায় চলে।”

Related Posts

Leave a Reply