আজও ভারতের কোনো জাতীয় খেলা ঠিক করতে না পাড়ার জন্য দুঃখিত ক্রীড়ামন্ত্রক !
কলকাতা টাইমসঃ
ভারতের জাতীয় খেলা কি? এক বাক্যে সকলে উত্তর দেবেন -হকি। ছোটদের বইয়ে দেশের জাতীয় পশু, পাখি, ফুল-ফলের নামের সঙ্গে শেখানো হয়ে আমাদের জাতীয় খেলার নামও। বহু বছর ধরেই ছাত্র-ছাত্রীদের এগুলো শেখানো হয়ে থাকে জাতীয়তাবোধ গড়ে তুলতে। কিন্তু, হঠাৎ যদি শোনেন আদৌ ভারতের কোনো জাতীয় খেলা নেই !
অবাক হবেন না। এমনটাই জানিয়ে দিলো ভারত সরকার। সম্প্রতি মহারাষ্ট্র সিঁধেখেরার বাসিন্দা সুরেশ আগরওয়াল নামে অধ্যাপক আরটিআই করে সরকারের কাছে জানতে চান -ভারতের জাতীয় খেলা কি ? যার উত্তরে তাকে জানানো হয়, ভারতের কোনো জাতীয় খেলা নেই।
এরপর এই একই প্রশ্ন করে তিনি চিঠি লেখেন ভারতীয় ক্রীড়া মন্ত্রকে। সেখান থেকে দুঃখপ্রকাশ করে তাকে জানানো হয় ভারত এতোদিনেও তাদের কোনো জাতীয় খেলা ঠিক করতে পারেনি। সরকারের এই উত্তর রীতিমতন বিস্বিত করে পরিবেশ বিজ্ঞানের ওই অধ্যাপক সুরেশবাবুকে।