শব্দ বাজি
অমৃতাভ বন্দোপাধ্যায়
পরাশর বাবু বিছানায় শুয়ে খাবি খাচ্ছিলেন।দায় দায়িত্ব পালন শেষে নব্বই বছরে যতটা রোগভোগ আদর অনাদর নিয়ে একজন বুড়ো মানুষ লাট খায় উনিও তাই খাচ্ছিলেন। মেয়ের ঘরের একমাত্র নাতি প্রীতম খবর দিল, আজ দেওয়ালী। এর অর্থ-‘ টাকা ছাড়ো,বাজি ফাটাবো’। ছেলের ঘরের নাতনি প্রিয়ার আবদার,’ টাকা লাগবে, বাজি বাজার যাব!’
পাঁচবছর আগে হলে পরাশর নিজেই সোরা গন্ধক কাঠকয়লা নিয়ে বসতেন তার দুই নাতি নাতনির সাথে বসনতুবড়ি বানাতে। নিজের হাতে তুবড়ি বানাতে বড় ভালবাসতেন। আর বানাতে বানাতে নিজের মনে বকবক করতেন “বুঝলি, সোরা গন্ধক গানপাউডার দিয়ে ভারতে প্রথম বোমা বানিয়ে ছিল বাঙালিই,হেম কানুনগোর নাম শুনেছিস? তা শুনবে কেন? তোমরা বিল গেটস, লাদেন নিয়ে লাফাবে। ছোটবেলায় আমরাও জানিসতো বো–”