এখানে বাচ্চাদের কান্না নিষিদ্ধ, তাই উপায় ….
নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বকে চমকে দেওয়াটা জাপানের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। অথচ সেই দেশে বিভিন্ন রকম নিয়মও দেখা যায়।
পাবলিক পরিসরে শিশুদের কান্না পছন্দ করে না জাপানিরা! কিন্তু বাচ্চাদের কান্নাও কি থামিয়ে রাখা যায়? প্রযুক্তির দেশ জাপান বলছে, হ্যাঁ যায়। শুধু তাই নয়, সেজন্য নতুন একটি পদ্ধতিও বের করে ফেলেছে তারা!
তাই নামল জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘হোন্ডা’। তারা এমন একটি খেলনা গাড়ি বাজারে নিয়ে এলো এলো, যেটা বাচ্চাদের কান্না থামিয়ে রাখতে সাহায্য করবে।
প্রতিষ্ঠানটির দাবি, মাতৃজঠরে থাকাকালীন একটি বিশেষ শব্দ বা কম্পন অনুভব করে শিশুরা। এই খেলনা গাড়িটিরও ইঞ্জিনের শব্দ বা কম্পন হবে ঠিক সে রকমই। স্মার্ট ফোনের মাধ্যমে এই গাড়িটি চালু করলেই সেই শব্দ বা কম্পন বাচ্চাদের কান্না থামাতে সাহায্য করবে।
গাড়িটির নাম ‘সাউন্ড সিটার’ রাখা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের বহু গাড়ির মডেল থেকে ‘এনএসএক্স’ মডেলটিকেই এই খেলনা গাড়ির মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে।