মাত্র ২২ বার করোনা টেস্ট করিয়েছেন সৌরভ গাঙ্গুলি !
কলকাতা টাইমসঃ
ইতিমধ্যেই ২২ বার করোনা টেস্ট করিয়েছেন সৌরভ গাঙ্গুলি। এমনই চাঞ্চল্যকর দাবি করেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। করোনা মহামারীর মধ্যেও নিজের সমস্ত দায়িত্ব পালন করতে সর্বদাই সচল থাকতে হয়েছে তাকে। শুধু মাত্র আইপিএল সফল করার লক্ষেই তাকে বহুবার আরব আমিরশাহিতে পাড়ি দিতে হয়েছে তাকে।
এক সাংবাদিক সম্মেলনে সৌরভ নিজেই জানান, গত সাড়ে চার মাসে তিনি মোট ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন। যদিও রিপোর্ট সবসময়েই নেগেটিভ এসেছে। সৌরভ জানান, “বাড়িতে বয়স্ক মানুষজন আছেন। যখন দুবাই গেলাম, শুরুর দিকে অনেক দুশ্চিন্তায় ছিলাম।