বায়োপিক সিরিজের নতুন সংযোজন সৌরভ গাঙ্গুলি
কলকাতা টাইমস :
এবার দাদার ওপর সত্যি দাদাগিরি হতে চলেছে। দাদা, সৌরভ গাঙ্গুলির জীবনী নিয়েই দাদাগিরি করতে চলেছেন পরিচালক করণ জোহর। পূর্বেও বাংলার দাদাকে নিয়ে বায়োপিকের কথা প্রকাশ্যে এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী সেলুলয়েডে উঠে আসা নিয়ে এদিন আরো একবার জল্পনা শোনা গেলো।
জানা গেছে, বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহর বিসিসিআই প্রেসিডেন্টের সাথে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে দেখা করেছেন। এরপরেই রহস্য দানা বাঁধতে থাকে। করণ জোহর, দাদার বায়োপিক বানাতে চলেছেন। আগে বহুবার সৌরভের বায়োপিক তৈরির কথা হয়েছে, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত হয়নি। যদিও সৌরভের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, ঋত্বিক রোশনকে পর্দায় নিজের চরিত্রে দেখতে চান।
মুম্বাই মিররের রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় পরিচালক করণ জোহরের সাথে অনেকবার ছবির বিষয়ে কথা বলেছেন দাদা। বহুবার মিটিংয়ের পরই এখন অভিনেতার খোঁজ করছেন তারা। যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছুই দাবি করে বলা যাচ্ছে না।