September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

সৌরভকে পিছনে ফেলে অধিনায়ক হিসেবে এখন ১ নম্বরে কোহলি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিকও ছিলেন তিনি। প্রাক্তন এই অধিনায়ককে টপকে এই রেকর্ডের মালিক এখন দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটিংহাম টেস্টের আগে অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি (১৬৯৩) রানের মালিক ছিলেন সৌরভ। দ্বিতীয় স্থানে থাকা কোহলির রান ছিলো ১৬৩৪। অর্থাৎ, গাঙ্গুলীকে পেছনে ফেলতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ৬০ রান।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানের ইনিংসের পর বিদেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। কোহলির বর্তমান রান ১৭৩১। এই রানে পৌঁছতে গাঙ্গুলীর চেয়ে অনেক কম টেস্ট খেলতে হয়েছে কোহলিকে। মাত্র ১৯ টেস্টে ১৭৩১ রান নিয়ে বিদেশের মাটিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক কোহলি। গাঙ্গুলী অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮ টেস্ট খেলেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে ৩০ টি টেস্টে ধোনির রান ১৫৯১।

চতুর্থস্থানে থাকা মোহাম্মদ আজহারউদ্দিনের রান ২৭ টেস্টে ১৫১৭। পঞ্চম স্থানে থাকা রাহুল দ্রাবিড় ১৭ টেস্টে করেছেন ১২১৯ রান। এছাড়াও, বিরাট ভারতের ১৩ তম ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ১ হাজার রানও পূর্ণ করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রান শচীন টেন্ডুলকারের। ৭টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৩৫ রান রয়েছে টেন্ডুলকারের। ২৪৮৩ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আরেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

 

Related Posts

Leave a Reply