করোনার উৎস চীন: চরম হুঁশিয়ারি বিশ্ব সাস্থ সংস্থার

কলকাতা টাইমসঃ
বিশ্বের অন্তত ১৪ টি দেশ করোনার উৎস নিয়ে চীনের দিকে আঙ্গুল তুলেছে। এই প্রসঙ্গে প্রথম থেকেই হুংকার দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই প্রসঙ্গে তদন্তে অসহযোগিতার কারণে চীনকে করা বার্তা দিলো বিশ্ব স্বাস্থ সংস্থা। প্রসঙ্গত, গত জানুয়ারিতে করোনার আঁতুরঘর বলে পরিচিত উহানে পৌঁছয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তদন্তকারী দল। গতকাল, মঙ্গলবার তারা দাবি করেন, তদন্তের গভীরে যেতে যা যা তথ্য এবং সহযোগিতা দরকার চীনের পক্ষ থেকে তেমনটা করা হয়নি।
এই প্রেক্ষাপটে এবার চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়াসাস। চীনকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গতকাল তিনি বলেন, “উহানের গবেষণাগারের তদন্ত যথেষ্ট নয়। নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।” উহানে তদন্তের কাজে যাওয়া বিশেষজ্ঞ দলটি গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি একেবারে উড়িয়ে দেয় নি। বিষয়টি আরও তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার প্রস্তুতিও শুরু করেছেন বলে খবর। চীনের বক্তব্য, ‘বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে। এর ফলে করোনার বিরুদ্ধে লড়াই সঙ্কটের মুখে পড়বে।’