নিউজিল্যান্ডের বোলিং তান্ডবে মাত্র ৯৫ রানেই গুঁটিয়ে গেলো সাউথ আফ্রিকা
কলকাতা টাইমসঃ
নিউজিল্যান্ডের বোলিং তান্ডবে মাত্র ৯৫ রানেই গুঁটিয়ে গেলো সাউথ আফ্রিকা। ৯০ বছর পর এই প্রথম, প্রথমে ব্যাট করতে নেমে কোনো দল একশ’ রানের নীচে অলআউট হয়ে গেলো। প্রোটিয়াদের নাস্তানাবুদ করার অন্যতম নায়ক হলেন নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি। যে চোটের কারণে বাইরে থাকা ট্রেন্ট বোল্টের বদলি হিসেবে দলে সুযোগ পান। বল হাতে কামান দাগা হেনরি একাই নিয়েছেন ৭ উইকেট। ১৫ ওভারে দিয়েছেন মাত্র ২৩ রান।
টপ অর্ডারের ব্যর্থতার দিনে বুক চিতিয়ে লড়াই করলেন ছ’নম্বরে নামা জুবায়ের হামজা। ৭৪ বল খেলে তিনি ২৫ রান করেন। ক্রাইস্টচার্চ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৬ রান করে প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড।