February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

১১ বছর ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার: এখন অস্ট্রেলিয়ার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দীর্ঘ ১১ বছর দক্ষিণ আফ্রিকার হয়ে দাপিয়ে ক্রিকেট খেলার পর এবার অস্ট্রেলিয়ার হয়ে বাইশ গজ মাতাবেন মরনি মরকেলে! প্রসঙ্গত, বিগ ব্যাশে ব্রিসবেন হিটের সঙ্গে ‘লোকাল প্লেয়ার’ বা অস্ট্রেলিয়া ক্রিকেটার হিসেবেই চুক্তি সেরেছেন মরকেল। স্থানীয় বাসিন্দা হিসেবে এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে অস্ট্রেলিয়ার হয়েও প্রতিনিধিত্ব করতে তার কোনো বাধা থাকবে না।

মর্কেলের স্ত্রী জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক রোজ কেলি অস্ট্রেলিয়ান। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই স্ত্রী এবং সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন মরকেল। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপে অবতীর্ন হয়েছেন এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে, ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন মর্কেল। আইপিএলে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডিলসের হয়েও দাঁপিয়ে খেলেছেন তিনি।

Related Posts

Leave a Reply