দক্ষিণ আফ্রিকার দুরন্ত পেসার মরকেল এবার অস্ট্রেলিয়ার জার্সিতে !
কলকাতা টাইমসঃ
দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল বোলার মরনে মরকেল। একসময় প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছিলেন তিনি। প্রায় একযুগ প্রোটিয়াদের জার্সিতে ক্রিকেট মাঠ কাঁপানোর পর ২০১৮ সালে ছেড়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। শুধু সেখানের ক্রিকেটই নয়, এবার দেশ ছাড়ারও আভাস দিলেন তিনি। জানালেন, অস্ট্রেলিয়াতেই স্থিতু হতে চলেছেন এই পেসার।
জানা গেছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবেই এরপর থেকে বিগ ব্যাশে দেখা যেতে পারে মরকেলকে। বর্তমানে টুরিস্ট ভিসায় স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় থাকছেন তিনি। তবে খুব শিগগিরই স্থায়ী নাগরিকত্ব পেয়ে যাবেন বলে আশা করছেন মরকেল।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এখন থেকে আমার বাড়ি হতে চলেছে। আশা করছি পাসপোর্ট ভিসার কাজগুলো খুব দ্রুতই শেষ হবে। আমি জানি এটির একটি প্রক্রিয়া আছে এবং সেটাকে সম্মান করি। যে কোন সম্ভাবনা ও সুযোগ নেওয়ার ব্যাপারে ইতিবাচক আমি। কারণ আগামী কয়েক বছর কিংবা আরও বেশি সময় আমি অস্ট্রেলিয়াতেই থাকতে চলেছি। অস্ট্রেলিয়াই আমার বাড়ি হবে।’