দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে জেলবন্দি করার নির্দেশ আদালতের
নিউজ ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট লি মাইয়ং বাক-কে ঘুষ নেওয়ার অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করে জেলবন্দি করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত।
শুক্রবার দিন আদালতে প্রমান হয় যে, লি তার অফিসে সরাসরি ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া প্রাক্তন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে প্রায় ১১ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহের অভিযোগ ওঠে। এছাড়াও তার বিরুদ্ধে ২০টিরও বেশি অভিযোগ আনা হয়েছে।
যদিও এই প্রাক্তন প্রেসিডেন্ট সবগুলো অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন। এর আগে লি, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।