মহাকাশ গবেষণায় এবার সামিল হবে রোবট মৌমাছি !
কলকাতা টাইমসঃ
মহাকাশ নিয়ে গবেষণার কাজে এবার সামিল হবে রোবট মৌমাছি। সেই কারণেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিনটি রোবট মৌমাছি পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। রোবটটির নাম অ্যাস্ট্রোবি। এই মাসেই তিনটির মধ্যে দুটি অ্যাস্ট্রোবি তার সফর শুরু করবে।
জানা গেছে, ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে আস্ট্রোবি। চলাচলের জন্য রোবটটির রয়েছে পাখা। আর কাজ করার জন্য অ্যাস্ট্রোবির রয়েছে একটি রোবোটিক বাহু। নেভিগেশনের জন্য ক্যামেরা এবং অন্যান্য সেন্সর ব্যবহার করা হয়েছে এতে।ব্যাটারিচালিত এই উডুক্কু রোবটগুলোর চার্জ ফুরিয়ে গেলে তা নিজের থেকেই যে কোনো পাওয়ার স্টেশন থেকে চার্জ নিতে সক্ষম।