January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কোবি ব্রায়ান্টকে অস্কারের মঞ্চে বিশেষ সম্মান   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দ্য প্রয়াত কিংবদন্তি বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্টকে অস্কারের মঞ্চে বিশেষ সম্মান জানাবে কতৃপক্ষ। আগামী ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসতে চলেছে এই আসর। সেখানেই তাকে দেওয়া হবে বিশেষ সম্মান। প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে গত রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন এই মার্কিন তারকার।

দুর্ঘটনায় ব্রায়ান্ট ছাড়াও তার কন্যা জিয়ানা মারি অনোরে সহ আরও ৮ জন নিহত হয়।গতবছর ‘ডিয়ার বাস্কেটবল’ স্বল্পদৈর্ঘ্যের চলচিত্রের জন্য অস্কার পান ব্রায়ান্ট। গত রবিবার তাকে শ্রদ্ধা জানানো হয় অস্কার কতৃপক্ষের তরফে।

এনবিএ’র সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন ছিলেন ব্রায়ান্ট। ২০১৬ সালে অবসর নেন তিনি। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতার সঙ্গে ২০০৮ ও ২০১২ সালে আমেরিকার হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান্ট।

Related Posts

Leave a Reply