January 21, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

করোনা তাড়াবে বিশেষ ল্যাম্প !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনার প্রকোপ কমাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে দক্ষিণ কোরিয়া। পথে ঘাটে বেরোনো মানুষদের জন্য শহর জুড়ে তৈরী হলো স্মার্ট বাসস্ট্যান্ড। এই অত্যাধুনিক বাস স্ট্যান্ডের মাধ্যমে যাত্রীরা বাসে ওঠার আগেই দেখে নেওয়া যাবে যাত্রীদের শরীরের তাপমাত্রা। ভাইরাস আক্রান্ত যাত্রীর থেকে যাতে অন্য সহযাত্রীদের মধ্যে তা সংক্রমিত হতে পারে তার জন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেখানে ভাইরাস ধ্বংসের রাখা হয়েছে ইউভি ল্যাম্প।

আপাতত রাজধানী সিওলের শহর জুড়ে বসেছে এই ধরণের বাস স্ট্যান্ড। স্ট্যান্ডের দরজায় বসানো রয়েছে স্মার্ট ক্যামেরা। থার্মাল চেকিং করতে সক্ষম হবে যাত্রীদের।.ভেতরে পাওয়া যাবে নিখরচায় ওয়াইফাই পরিষেবাও। ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সমস্ত জীবাণু থেকে সুরক্ষা দেবে সেখানকার এয়ার কন্ডিশনিং মেশিনে থাকা ইউভি ল্যাম্প। শহর জুড়ে তৈরী হয়েছে ১০ টি এই ধরনের স্মার্ট স্ট্যান্ড।

Related Posts

Leave a Reply