ভুতের শহরে একাই কাটিয়ে দিলেন ২২ বছর !
কলকাতা টাইমসঃ
ভূতের শহর হিসেবে বিখ্যাত ক্যালিফোর্নিয়ার শেরো গর্ডো। জনপ্রাণীর বসবাস নেই এই শহরে। কিন্তু এই শহরেই একটানা ২২টি বছর কাটিয়ে এক ব্যক্তি। নাম রবার্ট লুইস ডেমারাইস। জানা যাচ্ছে, ডেমারাইসের এখানে থাকার একমাত্র উদ্দেশ ছিলো পাথরের খাঁজে লুকিয়ে থাকা রুপা।কারণ, এই পাহাড়েই এক সময় ছিল ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় রুপার খনি।
রুপার লোভে বিস্তর খোঁড়াখুঁড়িও করে ফেলেছেন তিনি। পেয়েছেন অবশ্যই, কিন্তু তা যৎসামান্য। সেখানে পাওয়া ছোটো ছোটো রুপোর টুকরোগুলো তিনি বিক্রি করেন সেখানে বেড়াতে আসা পর্যটকদের কাছে। দাম, ৫ ডলার থেকে ২০ ডলার পর্যন্ত দামে বিক্রি করেন। যদিও শহরের মালিক লস এ্যাঞ্জেলসের ব্যবসায়ী ব্রেন্ট আন্ডারউড তাকে নিযুক্ত করেছেন মূলত শহরের কেয়ারটেকার হিসেবে।