January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

 আইপিএলে ব্যাটসম্যানদের টেকনিকের অভাবেই স্পিনাররা এত দাপট দেখাচ্ছে -সৌরভ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এবারের আইপিএল জুড়ে চলছে স্পিনারদের দাপট। মঙ্গলবার যার সবচেয়ে বড় উদাহরণ দেখা গেল ইডেনে। পরপর ১০ বলে চার-ছয়ের তোরে রাজস্থান রয়্যালসের স্কোরবোর্ড তখন উল্কার গতিতে দৌড়চ্ছে। লাগাম টানলেন কুলদীপ যাদব। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট। শিকারের তালিকায় যশ বাটলার, অজিঙ্ক রাহানে ও বেন স্টোকস।

কুলদীপের দাপট দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ক্লাব হাউসের তিন তলায় প্রেসিডেন্টস বক্সে বসে কুলদীপের স্পেল দেখেছেন তিনি। নিজেও ভালোবাসতেন স্পিনারদের ব্যাট হাতে শাসন করতে। সেই সৌরভের উপলব্ধি, ব্যাটসম্যানদের টেকনিকের অভাবেই স্পিনাররা এত দাপট দেখাচ্ছে। যখন কথাগুলো বলছিলেন সৌরভ, রাজস্থানের লেগস্পিনার ঈশ সোধির বলে পরাস্ত হলেন ক্রিস লিন। তখন সৌরভ বলে উঠলেন, নির্ভুল টেকনিকের গুরুত্বই আলাদা। এখন বেশিরভাগ ব্যাটসম্যানেরা স্পিনারের হাত লক্ষ্য করে না। বল কোনদিকে টার্ন করবে, ধরতেই পারে না।

 

Related Posts

Leave a Reply