রাস্তায় থুথু ফেললেই হাসপাতালের ঝাঁটা, সঙ্গে হাজার টাকা জরিমানা
কলকাতা টাইমস :
অধিকাংশ মানুষই রাস্তাঘাট এমন কি ঘরের ভেতর কিংবা আঙিনায় যেখানে সেখানে থুথু ফেলে পরিবেশ নষ্ট করে। কেউ কেউ পান খেয়ে তার পিক ফেলেন নিজের ইচ্ছে মতো। তবে এই ধরণের মানুষেরা এতোদিন যেখানে সেখানে থুথু ফেললেও এখন থেকে যদি রাস্তায় চলার পথে এই ধরণের বাজে কাজ করে, তাহলে তাকে জরিমানা গুনতে হবে এক হাজার টাকা সঙ্গে একটি সরকারি হাসপাতালকে ঝাড়ু দিতে হবে। থুথু ঠেকাতে এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের মহারাষ্ট্রের রাজ্য সরকার।
রাজ্য ক্যাবিনেট একটি থুথু ফেলা বিরোধী আইন পাশ হয়েছে। আইন অনুযায়ী, প্রথমবার রাস্তায় থুথু ফেলতে গিয়ে ধরা পড়লে সেই ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। একইসঙ্গে হাসপাতাল ও সরকারি অফিসে একটা গোটা দিন সমাজসেবা করতে হবে।
ওই আইনে বলা হয়েছে, কোন ব্যাক্তি দ্বিতীয়বারের জন্য ধরা পড়লে তিন হাজার টাকা জরিমানা ও ৩ দিন ধরে সমাজসেবা করতে হবে। তৃতীয়বার বা তার বেশিবার ধরা পড়লে পাঁচ হাজার টাকা জরিমানা-সহ পাঁচ দিনের সমাজসেবামূলক কাজ করতে হবে অপরাধীকে। এই জরিমানার টাকা থেকে যে পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে তা স্বাস্থ্যসেবার কাজে ক্ষেত্রে ব্যবহার করা হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনিশ জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনা করেছি। এবং স্বাস্থ্যমন্ত্রী ডা. দীপক সাওয়ন্তের নেতৃত্বে একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে।’