ফিরে যাওয়া তো দূর, দূরে যেতেও মোটা অংকের খোরপোশ দাবি শ্রাবন্তীর
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
স্বামী সব ভুলে স্ত্রীকে নিয়ে ফের সংসার করতে চাইলেও স্ত্রী করতে রাজি নন। ভাবছেন এটা আর নতুন কথা কি, অনেক ক্ষেত্রেই দম্পত্তির মধ্যে মন-মালিন্যে বিচ্ছেদ তো হয়েই চলেছে। কিন্তু সেই দম্পত্তির মধ্যে স্ত্রী যদি টলিউড ষ্টার শ্রাবন্তী কৌতূহল থাকে আরকি।
রোশন সিংহ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্পর্কের এই টানাপড়েন গিয়ে পৌঁছেছে আদালতের চৌকাঠে।
অভিনেত্রী স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে সংসার করার জন্য আদালতে বধূ ফিরিয়ে আনার মামলা করেছিলেন রোশন। কিন্তু সেই মামলার সমন গ্রহণ করলেও গত জুলাই মাসে আদালতে আসেননি শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আদালতে দু’পক্ষের মুখোমুখি হওয়ার কথা ছিল। সে দিনই আইনজীবীর মাধ্যমে রোশনের কাছে উত্তর পাঠান শ্রাবন্তী।
পুরো বিষয়টি বিস্তারিত জানতে রোশনের আইনজীবী শ্যামল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। তিনি বলেন, “শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাবে না।”