গ্রেনেডের স্মৃতি বুকে ১০ বছর পর পাকিস্তানে টেস্ট খেলবে শ্রীলঙ্কা
কলকাতা টাইমসঃ
ভয়াবহ স্মৃতি বুকে নিয়ে দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে যেতে চলেছে শ্রীলংকা। কিছটা হলেও এমনই সম্ভবনা দেখা দিয়েছে। একটি মাত্র টেস্ট খেলতে সেদেশে পা রাখতে পারেন শ্রীলঙ্কানরা। প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চে গাদ্দাফি স্টেডিয়াম থেকে ফেরার পথে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসের ওপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন প্রায় বন্ধ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের টেস্টটি হওয়ার কথা ছিল কোনো নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু পিসিবি তাদের দেশে একটি ম্যাচ খেলতে অনুরোধ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। এরপরই সেদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠায় শ্রীলঙ্কা। তারাই ফায়ার এসে সন্তোষজনক রিপোর্ট দেওয়ায় সেখানে খেলার সম্ভবনা উজ্জ্বল হয়েছে।