জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে প্যালেস্তাইনের স্বাধীনতা চাইলেন বাইডেন
কলকাতা টাইমসঃ
জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে প্যালেস্তাইনের স্বাধীনতা চাইলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গতকাল রাতে জাতিসংঘে প্রথম ভাষণ দেন জো বাইডেন। ভাষণে পরমাণু ইস্যু নিয়ে কথা বলার পাশাপাশি প্যালেস্তাইন-ইসরায়েল সমস্যা প্রসঙ্গও উত্থাপন করেন তিনি।
বাইডেন বলেন, ইসরায়েলে শান্তি ফেরানোর জন্য প্যালেস্তাইনের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। দুটি আলাদা দেশ তৈরিই এক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান হতে পারে। বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে উন্নয়নশীল দেশগুলোকে আমেরিকা ১০ হাজার কোটি ডলার অনুদান দেবে বলেও প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।